বাংলায় একটা কথা আছে, মরার উপর খাড়ার ঘা। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে ঘটছে যেন ঠিক তাই। ব্যক্তিগত জীবনের কারণে ঘরের মাটি থেকে টেস্ট থেকে বিদায়টা পর্যন্ত নিতে পারলেন না। এবার এরই মধ্যে তার জন্য মরার উপর খারার ঘা হিসেবে উপনিত হলো বোলিংয়ে নিষেধাজ্ঞার বিষয়টা। সম্প্রতি, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানেই, প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন। 




দেশের বেশকিছু গণমাধ্যমের খবর, দ্রুতই স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। ইংল্যান্ডেরই কোনো ল্যাবে হতে পারে এই পরীক্ষা। দ্রুতই অ্যাকশন পরীক্ষা দিয়ে পূর্ণ মনযোগের সাথেই ক্রিকেটে ফিরতে চান সাকিব। 

দীর্ঘ প্রায় ১৫ বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তার। ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন তিনি। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি।বল হাতে সাকিব এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন। তবে ওই ম্যাচ নিয়েই আবারো আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও এবার আর ভালো কিছুর জন্য নয় এই আলোচনা।








আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বল ডেলিভারির সময় কোনো বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এর এক ডিগ্রি বেশি বাঁকলে সেই বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার বিধান রয়েছে।বোলিং অ্যাকশন বদলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সেই বোলার ফিরতে পারে ক্রিকেটে।



যদিও, আপাতত শুধুমাত্র কাউন্টি ক্রিকেটেই এসেছে এই নিষেধাজ্ঞা। তবে সাকিব ভক্তদের জন্য সুখবর, আন্তর্জাতিক ক্রিকেটটা ঠিকই খেলতে পারবেন তিনি। আপাতত লাল সবুজের জার্সিতে খেলতে কোনো বাঁধা নেই তার। 




চলতি বছর সারের হয়ে খেলার সময় ম্যাচটিতে ষে দুই ফিল্ড আম্পায়ারের কেউ একজন ম্যাচ রেফারির কাছে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ম্যাচ রিপোর্টে সেটা  উল্লেখ করেছেন রেফারি। যা পরে তদন্ত করা হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ।যাচাই-বাছাই শেষে তারা সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে সাকিবকে কাউন্টিতে খেলতে নামার আগে অবশ্যই দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। ইতোমধ্যে সাকিবকে এই বিষয়ে নিদের্শনাও দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();