ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন এবং আরেক দলের ক্ষমতায় আসার আগ্রহ দেখে বিশিষ্ট ইসলামি আলোচক আবু ত্বহা আদনান একটি স্ট্যাটাস দিয়েছেন। বর্তমান চিন্তা জগতকে তিনি আসহাবে কাহাফের সাথে তুলনা করেছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ছাত্র জনতাকে ব্যবহার করিয়া একদল ইয়াজুজকে হটাইয়া আরেকদল মা'জুজকে ক্ষমতায় আনিবার দুষ্টচক্রের নামই হইল তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান!’
আদনান আরও লিখেছেন, ‘জুলুম থেকে জালেম, প্রতিবাদ থেকে আবেগ, রক্ত থেকে শাহাদাত, অত:পর ক্ষমতা থেকে দাজ্জাল! এই হল বিপ্লবের বাস্তুসংস্থান! এখানে তাওহীদ পন্থীদের উন্মুক্ত সিরাত মাত্র দুটি! হয় যুলকারনাঈন অথবা লৌহ প্রাচীর!
আফসোসের কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘তবে আফসোসের বিষয় হল: না আমাদের জুলকারনাইনের মত কোন আমির-ইমারাহ আছে, আর না লৌহ প্রাচীরের মত কোন জামায়াহ! আর একারণেই আজ "এর" তো কাল "ওর" দ্বাসত্বের মাঝেই স্রেফ শান্তিপূর্ণ দ্বীন পালনের স্বাধীনতার ফিকিরেই আমাদের চিন্তার বাস্তুসংস্থান ঘুমিয়ে গেছে! ঠিক যেন "আসহাবুল কাহাফ" বা গুহাবাসীর ঘুম!
No comments:
Post a Comment