রাজধানীর মোহাম্মদপুরের একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা দেখা গেছে।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা, কোনভাবে এখানে চলে আসছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একেবারে শুকনো। কিভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।

সম্প্রতি মোহাম্মদপুরে ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে নেমেছে যৌথ বাহিনী।

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();