চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সে হিসেবে শুক্রবার (৮ নভেম্বর) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে হতে যাওয়া এবারের টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। 

টুর্নামেন্টের সূচি অনুযায়ী দু’গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে শীর্ষ দুই ফাইনালিস্ট নির্ধারণ হবে। আগামী ৮ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। 

টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, জাপান। 

বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। তাদের প্রথম ম্যাচ হবে ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচটি হবে ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে। তৃতীয় ও শেষ ম্যাচটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি মাঠে গড়াবে ৩ ডিসেম্বর।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। 

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();