ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ র‍্যালি শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। সমাপনী বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির উল্লেক্ষ করা 'স্মরণকালের সেরা' র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে কর্মসূচি সফল করতে সর্বোচ্চ ভূমিকা রাখতে বলা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আজ বেলা আড়াইটায় র‌্যালি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কাওরান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। র‌্যালির পূর্বে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে এ র‍্যালি শুরু হবে। র‍্যালু শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক বলেন, এদেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। দীর্ঘ ১৭ বছর ধরে যখন দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চলেছে তখনো ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঢল নামতো। আর এখন তো এ দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন, স্বস্তি পাচ্ছেন। এ অবস্থায় বিএনপির ঘোষিত কর্মসূচিতে সমর্থক শ্রেণি ছাড়াও একেবারে সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হবে।

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();