সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে পরিসংখ্যান বিভাগ থেকে একটি র্যালি শুরু হয়ে পুরো কলেজ প্রদক্ষিণ করে। তারপর কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, চতুর্থ বর্ষের জয়িতা বণিক, আশিষ সেন, কাব্য ওঝা, কুলসুম আক্তার, তৃতীয় বর্ষের তাহারিয়া ইয়ামিন অর্থি, প্রথম বর্ষের পাবেল মিয়াসহ অনেকে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, পরিসংখ্যান বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। এখন প্রায় ২০টি ব্যাচ স্নাতক শেষ করতে যাচ্ছে। ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র চারটা পোস্ট। কিন্তু সে ক্ষেত্রে আমাদের মাত্র একজন শিক্ষক আছেন। অথচ অন্যান্য বিভাগে ১২ জন ১৩ জন করে শিক্ষক আছেন।
No comments:
Post a Comment